ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) উচ্চ শিক্ষাবৃত্তি, ২০২৪

আবেদন শেষের তারিখ: 15 May 2024

আপনি যদি সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তির জন্য তথ্য প্রদান করে আবেদন শুরু করুন।

বিশেষ লক্ষ্যনীয়, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্ট স্ক্যান করে সংযুক্ত করতে হবেঃ
ক) ২০২২ বা তৎপরবর্তী সালে ইস্যুকৃত উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংক্রান্ত প্রত্যয়নপত্র;
খ) ২০২৪ সালে ইস্যুকৃত বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্র
গ) আবেদকারীর নিজ নামের ব্যাংকের চেকবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।
উল্লেখ্য যে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংক্রান্ত প্রত্যয়নপত্র ও বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত প্রত্যয়নপত্র উল্লেখিত সালে ইস্যুকৃত না হলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত নাগরিক হতে হবে। এক্ষেত্রে আবেদনকারী পার্বত্য চট্টগ্রাম ব্যতীত (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) অন্য যেকোন জেলার স্থায়ী বাসিন্দা হতে পারেন।
ফরম্যাট: 01XXYYYYZZZ, প্রদত্ত মোবাইল নম্বরে সকল ধরনের বার্তা প্রদান করা হবে।
অনুগ্রহপূর্বক আপনার প্রদত্ত মোবাইল নাম্বারটি পূণরায় (একই নাম্বার) প্রদান করুন!
এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ অনুযায়ী
এসএসসি বা সমমান
আপনার এসএসসি/সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার (১০ ডিজিটের) লিখুন। রেজিস্ট্রেশন নাম্বার যদি ১০ ডিজিটের কম হয় তাহলে শুরুতে প্রয়োজনীয় সংখ্যক ০ যোগ করুন। উদাহরণস্বরূপ আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি 150257 হয় তাহলে 0000150257 লিখুন।
কেবলমাত্র ২০১৪ খ্রি. ও তাঁর পরবর্তীতে এসএসসি পাশকৃতরাই আবেদন করতে পারবে
এইচএসসি বা সমমান
আপনার এইচএসসি/সমমানের পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার (১০ ডিজিটের) লিখুন। রেজিস্ট্রেশন নাম্বার যদি ১০ ডিজিটের কম হয় তাহলে শুরুতে প্রয়োজনীয় সংখ্যক ০ যোগ করুন। উদাহরণস্বরূপ আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি 150257 হয় তাহলে 0000150257 লিখুন।

* বিশেষ দ্রষ্টব্য: আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

ব্যাংকের তথ্যাবলী (আবেদনকারীর নিজ নামে সঞ্চয়ী হিসাব)

আবেদনকারীর নিজ নামে বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব নম্বর (কমপক্ষে ১৩ ডিজিটের) থাকতে হবে। এ সঞ্চয়ী হিসাবনম্বর ও সংশ্লিষ্ট ব্যাংকের শাখার রাউটিং নম্বর (ROUTING NUMBER) অনলাইন আবেদনে প্রদান করতে হবে; আবেদনকারীর নিজ নামের সঞ্চয়ী হিসাব ছাড়া আবেদন বাতিল বলে গন্য করা হবে।

আপনার নিজ নামে ব্যাংক হিসাবটির নাম সঠিকভাবে ইংরেজি বড় অক্ষরে (CAPITAL LETTER) লিখুন; সাধারণত ব্যাংকের চেক বইয়ের পাতায় ACCOUNT NAME/ACCOUNT TITLE এ লেখা থাকে।
আবেদনকারীর নিজ নামে সঞ্চয়ী হিসাব নম্বর লিখুন (কমপক্ষে ১৩ ডিজিটের); শুধুমাত্র সংখ্যা লিখুন, (.) ডট বা (-) ড্যাশ/হাইফেন দেয়ার প্রয়োজন নেই।
সংশ্লিষ্ট ব্যাংকের শাখার নাম সঠিকভাবে ইংরেজি বড় অক্ষরে (CAPITAL LETTER) লিখুন; সাধারণত ব্যাংকের চেক বইয়ের পাতায় যে শাখায় আপনার হিসাব টি খোলা হয়েছে তা লেখা থাকে।
সংশ্লিষ্ট ব্যাংকের শাখার ৯ ডিজিটের রাউটিং নম্বর (ROUTING NUMBER) সঠিকভাবে উল্লেখ করুন; প্রয়োজনে ব্যাংকের সাথে যোগাযোগ করে জেনে নিন।

* ডান পাশে প্রদর্শিত আবেদনের নির্দেশাবলী/শর্তাবলী পড়ে-বুঝে উপরে প্রদানকৃত তথ্যসমূহ সঠিক হলে নিশ্চিত করার জন্য নিচের তিনটি শর্তের বাম পাশে দেখানো তিনটি ঘরে টিক চিহ্ন দিন (ক্লিক করুন)

   
or Cancel

নির্দেশাবলী/শর্তাবলী:
  • ১। আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত নাগরিক হতে হবে। এক্ষেত্রে আবেদনকারী পার্বত্য চট্টগ্রাম ব্যতীত (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) অন্য যে কোন জেলার স্থায়ী বাসিন্দা হতে পারেন।
  • ২। আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
  • ৩। কেবলমাত্র ২০১৪ খ্রি. ও তাঁর পরবর্তীতে এসএসসি/সমমানের পাশকৃতরাই এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
  • ৪। কোন ধরনের সরকারি চাকুরিতে কর্মরত কেউ আবেদন করতে পারবে না।
  • ৫। কোন তফসিলি ব্যাংকে আবেদনকারীর নিজ নামে একটি সঞ্চয়ী হিসাব নম্বর ( কমপক্ষে ১৩ ডিজিটের) থাকতে হবে। এ সঞ্চয়ী হিসাবনম্বর ও সংশ্লিষ্ট ব্যাংকের শাখার রাউটিং নম্বর (routing number) অনলাইনে আবেদনে প্রদান করতে হবে;
  • ৬। অনলাইন আবেদন ফরমে প্রয়োজনীয় সকল তথ্যাদি প্রদান করতে হবে। আবেদনকারীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে নেয়া হবে।
  • ৭। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্ট স্ক্যান করে অবশ্যই সংযুক্ত করতে হবে: ক) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইস্যুকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংক্রান্ত প্রত্যয়নপত্র; খ) শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত পরিচয়পত্র/প্রত্যয়নপত্র গ) আবেদকারীর নিজ নামের ব্যাংকের চেকবইয়ের প্রথম পাতার স্ক্যান কপি।
  • ৮। অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে না এবং নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে না। অনলাইনে আবেদনের পর আবেদনকারী একটি 12 ডিজিটের ইউনিক ইউজার আইডি ও ৬ ডিজিটের পাসওয়ার্ড পাবেন।
  • ৯। আবেদনটি যথাযথভাবে দাখিল হলে আবেদনকারী কর্তৃক আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে একটি স্বয়ংক্রিয় এসএমএস-এর মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
  • ১০। মেধাক্রমের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীর আবেদনে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে বৃত্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্রেরণ করা হবে। এক্ষেত্রেও আবেদনকারীকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।